আজ শুরু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার

থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রধান  ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ থেকে শুরু  হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজার উৎসব । এই উৎসবকে কেন্দ্র করে বান্দরবানের থানচিতেও সারাদেশে ন্যায় বয়ে চলেছে উৎসবের দুর্গাপূজার।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা  আজ ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার উৎসব।
সরেজমিনে দেখা যায়, হিন্দু পাড়া কালি মন্দির ও থানচি কালিমা মন্দিরে  ইতোমধ্যে মণ্ডপগুলো রং করাসহ পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়। এই সব তথ্য জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।
আরও জানা যায়, থানচি  উপজেলায় দুইটি পূজা মণ্ডপ রয়েছে।
বলী বাজার হিন্দু পাড়া কালি মন্দির কার্যকরী কমিটির সভাপতি সজল কর্মকার বলেন, দুর্গাপূজা উপলক্ষে কয়েক দিন ধরে সাজসজ্জার মধ্যে দিয়ে কাজ সম্পন্ন করছি।  আজ থেকে শুরু হবে শুভ শারদীয়  দুর্গাউৎসব। এই শুভ শারদীয় দুর্গাপূজা সার্বজনীন এখানে পাহাড়ি বাঙালি কোন বিভেদ নেই। সকল ধর্মের মানুষের জন্য পূজা উন্মুক্ত থাকবে, ধর্ম যার যার উৎসব সবার।
আরও জানান,কালি মন্দির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ডালিম ঘোষ, লোকনাথ পঞ্জিকা অনুযায়ী আজ ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসব। এবছর দেবী দুর্গার মর্ত্যে হাতি দিয়ে আগমন এবং দোলায় পালকিতে গমন হবে।
এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশসহ অন্যান্য স্বেচ্ছাসেবক দল দুর্গাপূজার মন্ডপে কঠোর ভাবে  দায়িত্ব পালন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *