আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসনেে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন-
বাংলাদেশ জামায়াত ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। এদেশে হিন্দু, মুসলিমসহ সকল সম্প্রদায়ের জনগণের সমান অধিকার রয়েছে। সকল ধর্মের লোকজন তাদের স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান যাতেনির্বিঘ্নে পালন করতে পারে সেক্ষেত্রে জামায়াত ইসলামী সর্বদা সহযোগিতা করছে এবং আগামীতেও করবে।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রতি তিনি ময়মনসিংহ নগরীর লহোরী রেস্টুরেন্টে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এসময় সভায় অন্যান্যেদর মাঝে জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খানসহ মহানগর ও জেলা জামায়াত এবং মহানগর ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ১৫ টির অধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- আমরা অনেক ভালো আছি, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ শহর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আর ৫ আগষ্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে এসে দাঁড়িয়েছে, সম্প্রীতি বজায় রাখতে এবং সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা ও নিরাপত্তায় জামায়াতের কর্মীরা যেভাবে ঢাল হয়ে ভুমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। বিগত স্বৈরাচার মিডিয়ার মাধ্যমে জামায়াত সম্পর্কে যা ছড়িয়েছে তা যে শুধুই মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা ছিলো তা জামায়াত তাদের বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। জামায়াত নেতৃবৃন্দ তাদের আচার-আচরণ ও কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে জামায়াতের কাছে সকল ধর্মালম্বীরা নিরাপদ।
বক্তব্যে মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল আরও বলেছেন- জামায়াত সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, আমাদের দ্বারা আপনাদের কোন ক্ষতি হোক এমন টা আমরা চিন্তাই করতে পারি না। আপনাদের ব্যবসা, চাকুরী আপনারা সুন্দর ভাবে করতে পারেন সেদিকে আমরা সবসময় সচেতন। আমাদের কোন কর্মী আপনাদের কোন ক্ষতি করার কথা চিন্তাও করে না, বরং আপনাদের সুরক্ষায় সব সময় সচেতন নজরদারি রাখবে।
এসময় জেলা আমীর আব্দুল করিম বলেন আমরা সবসময় আপনাদের সাথে আছি। যে কোন সমস্যা আমরা একসাথে সমাধান করবো, যে কোন অপরাধ আমরা একসাথে প্রতিরোধ করবো।
মতবিনিময় শেষে নৈশভোজের আয়োজন করে মহানগর জামায়াত। এসময় মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং যে কোন প্রয়োজনে জামায়াত নেতৃবৃন্দ কে পাশে পাবে বলে আশ্বাস দেন।
Leave a Reply