স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় জালাল প্লাজা (২য় তলা) অবস্থিত ফুট ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ইং) রাত ৮টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আশুলিয়া থানা কমিটির ১নং সহ-সভাপতি, ব্যবসায়ী ও সমাজসেবক জনাব বকুল ভুঁইয়া। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন)। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, আশুলিয়া থানা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক খন্দকার মোঃ তোফাজ্জল হোসেন।
এছাড়াও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য দাউদুল ইসলাম (নয়ন), পলাশ হাওলাদার, মোকাম্মেল মোল্লা সাগরসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোঃ সাদেক হোসাইন। নিহত সাংবাদিক ও জুলাই আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে রাতের খাবারের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বকুল ভুঁইয়া বলেন, সবার কাছে অনুরোধ কেউই এমন কোনো কাজ করবেন না যে বিএনপির বদনাম হয়, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি দিয়ে আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের নামে অপপ্রচার চালাচ্ছে সৈরাচারমুক্ত সুবিধাবাদ বিরোধী এক্সপ্রেস আপনারা ভালো হয়ে যান, অপপ্রচার বন্ধ করুন, সাংবাদিকরা যেকোন ব্যক্তির সাথে ছবি তুলতে পারেন, সবখানেই তারা প্রবেশ করতে পারেন। মেম্বার চেয়ারম্যান ও এমপি মন্ত্রীর সাথে সাংবাদিকদের ছবি থাকা দোষের নয়। সবশেষে এলাকার উন্নয়নমূলক কাজগুলো করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন বকুল ভুঁইয়া।
Leave a Reply