এম এ আলিম রিপন,সুজানগর ঃ পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে সুজানগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে,এম,হেসাব উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আমীর রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী মকবুল হোসেন বকুল মাস্টার, উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, উপজেলা ওলামা মাশায়েক বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কলাণ ফেডারেশনের সভাপতি রস্তম আলী মোল্লা, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ মাস্টার, উপজেলা ইসলামী ছাত্রশিবির নেতা আব্দুল মমিন ও হোসাইন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। কেননা প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নিয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোট দিয়ে পক্ষেবিপক্ষে জনমত যাচাই করুন। জুলাই সনদ বাস্তবায়নের পরেই নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট ও দোসরদের বিচার নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক। কিন্তু দেখা যাচ্ছে, একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা দাবি করছি, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দ্যেশে জামায়াত নেতা অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনারা নির্বাচন অনুষ্ঠান করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে, আরেকটি হাসিনা সরকারের জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply