শেখ সাইফুল ইসলাম কবির :
অন্তরবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনমতে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার,ও বিভিন্ন সংস্কারের কমিশন গুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৬ টিপ্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় ৮৪টি প্রস্তাব এর সিদ্ধান্ত মতে সারাদেশের ন্যায় উপজেলা ও পৌর জমায়াত ইসলামী’র আয়োজনে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় সমার্থক নেতা ও কর্মীদের উপস্থিতিতে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাজার কাপুডিয়া পট্টির প্রধান সড়কে উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াত আমির মো.রফিকুল ইসলাম, উপজেলা নায়েবি আমীর মাস্টার মো.মনিরুজ্জামান মনির, উপজেলা সেক্রেটারি মো.মাকসুদ খানসহ উপজেলা যুব বিভাগ ও ছাত্রশিবির এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে পি আর পদ্ধতি জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে। পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এইচএম সাইফুল ইসলাম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুরা সদস্য ইসলামী আন্দোলন প্রিন্সিপাল মাওলানা আব্দুল জাহিদ দা.বি., প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে মোরেলগঞ্জ জামায়াত ইসলামীর বিক্ষো-ভ ও সমাবেশ

Leave a Reply