সিরাজগঞ্জ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ সলঙ্গা থানা শাখার আয়োজনে ৫ দফার দাবীতে সলঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পি.আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে এ বিক্ষোভ মিছিল হয়েছে বলে সংশ্লিষ্টসুত্রে জানা যায়। বিক্ষোভ মিছিলটি আজ শুক্রবার বাদ আছর সলঙ্গা থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সলঙ্গা থানা শাখার সভাপতি মাও: আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনের এমপি প্রার্থী নলকার এরান্দহ গ্রামের কৃতি সন্তান,বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি প্রার্থী মুফতী আব্দুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,পিআর পদ্ধতিতে নির্বাচন,লেভেল প্লেয়িং ফিল্ড,গণ হত্যার সুষ্ঠ বিচার,জুলাই সনদের আইনি ভিত্তি এবং পি. আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান।
সলঙ্গায় ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষো-ভ মি-ছিল

Leave a Reply