গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন কান্ডে সকল মহল হতবাক

কে এম সাইফুর রহমান।
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদর উপজেলার ২০৮ নং কেকানিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন মজুমদার গত ১৭ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে বিনা ছুটিতে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।

সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন শূণ্য থাকায় তুহিন মজুমদার ওই দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৬ সেপ্টেম্বর তারিখে তিনি সহকারী শিক্ষকদের জানান যে পার্শ্ববর্তী সুলতানশাহী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন। তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে ১৭ সেপ্টেম্বর তারিখ থেকে ২০৮ নং কেকানিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর আসবেন না। কথা মতো তুহিন মজুমদার ওই বিদ্যালয়ে আর আসেননি। নতুন কর্মস্থলে যোগদান করেছেন কিনা তাও কেউ জানেন না। তার এহেন দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী বা সচেতন মহল হতবাক হয়ে পড়েছে।

সহকারী শিক্ষক সোনিয়া, শিল্পী, ফিরোজা বলেন, আমাদের কারো কাছে বিদ্যালয়ের আয়-ব্যয় সহ কোনো প্রকার দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাননি বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন মজুমদার । তিনি আমাদের কাছে বদলী বা রিলিজ অর্ডারের কোনো কপিও রেখে যাননি। এমতাবস্থায় আমরা খুবই অস্বস্তিকর পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছি।

এ বিষয়ে জানার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন মজুমদারের সাথে আলাপ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। সাংবাদিকদের সাথে তিনি সাক্ষাতে বা মোবাইল ফোনে কথা বলতে আগ্রহী নন বলে সহকারী শিক্ষক শিল্পী বিশ্বাসকে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায়ের সাথে আলাপ করা হলে তিনি বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন মজুমদারকে বদলী করা হয়েছে বলে আমার জানা নেই। তিনি নিজে বা অন্য কোন শিক্ষক আমাকে এ ব্যাপারে কিছু জানাননি। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালার সাথে কথা বলে শিক্ষক তুহিন মজুমদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *