স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফরোজ খান মডেল স্কুল এর এস এস সি পরীক্ষা ২০২৫ ইং কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
অতীতের মত আগামী দিনেও শিক্ষার্থীর যেনো তাদের সাফল্য ধরে রাখতে পারে সে লক্ষে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রাণিত করে শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে প্রভাতী শাখা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দিবা শাখা দুপুর ২,৩০ থেকে সাড়ে ৪ টা পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করে আফরোজ খান মডেল স্কুল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সচিব প্রফেসর মোঃ শফিউদ্দিন শেখ। আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক আফরোজ উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ময়মনসিংহের স্কুল পরিদর্শক প্রফেসর ড.মোঃ দিদারুল ইসলাম, আফরোজ খান মডেল স্কুল এর নির্বাহী কমিটির সভাপতি হাসিনা আফরোজ খান, নির্বাহী কমিটির সদস্য মনসুর আলম চন্দন প্রমুখ।
এসময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সচিব প্রফেসর মোঃ শফিউদ্দিন শেখ বলেন-তোমরা যে সাফল্য অর্জন করেছ, তা এক দিনে আসেনি। এর পেছনে রয়েছে তোমাদের অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতা এবং সেই সাথে তোমাদের পিতামাতা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা। তোমাদের এই অসাধারণ অর্জনের জন্য আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এসময় তিনি শিক্ষার্থীদের বলেন
মনে রেখো, এই সাফল্যই শেষ নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা মাত্র। জীবনে আরও অনেক বড় লক্ষ্য অর্জনের সুযোগ আসবে। তোমরা যারা আজ সংবর্ধনা পাচ্ছ, তারা একদিন এই সমাজের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। তোমাদের মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তোমরা দেশ ও দশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।
সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের গভর্নিং বডির নির্বাহী কমিটি, অভিভাবক সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply