কুমিল্লাতে কৃষিতে সং-যোগ হলো ব্যাতিক্রম পদ্ধ-তিতে মাটির পাতিল

তরিকুল ইসলাম তরুন,

কুমিল্লাতে কৃষি জমিতে বেগুনের ফলন গাছ বাচিয়ে রেখে আগাছা নিধনে সুইপ নামে নতুন আবিস্কৃত কীটনাশক ছিটানো হচ্ছে, বেগুনের ফলন গাছ বাচাতে নব পদ্ধতিতে দধির পাতিল ব্যবহার হচ্ছে। ঘটনাটির খবর পেয়ে গ্রাম বাসী ও সাংবাদিকরা উপস্থিত হন ঐ কৃষি জমিতে। সরজমিনে দেখা যায় নব পদ্ধতিতে গতকাল কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর দঃ পাড়া জলিল,ফারুক, হানিফ গং কৃষকদের বেগুনের জমিতে দধির পাতিল চোখে পড়ে। এসময় দধির পাতিল বিষয়ে কৃষক দের সাথে জানতে চাইলে কৃষকরা জানান সুইপ কীটনাশক দেশে আগাছা নিধনে মাইলফলক ভুমিকা রাখছে,দুশো টাকার ঔষধ ছিটালে ৫০ শ্রমিকের কাজ হয়, শ্রমিক দিয়ে নিরাতে হয় না,কিন্তু সুইপের আক্রমণ থেকে বেগুন গাছা কিংবা যেকোনো ফলদ গাছের জীবন বাচাতে মাটির পাতিল দিয়ে ঢাকনা দিতে হয়,পাতিলের বাহিরের অংশের সকল আগাছা পরক্ষণেই কীটনাশক ছিটানোর পরে নিমজ্জিত করে ফেলে।এ বিষয়ে উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা তানজিনা আক্তার বলেন এই পদ্ধতিটি কৃষক দের নিজ থেকে বানানো,সরকার বা কৃষি অফিসার থেকে নয়,তবে পদ্ধতি টি কৃষকদের আর্থিক লাভ বান করবে,আগাছা কম খরচে পরিস্কার করে।শ্রমিকের খরচ বেচে যায়। আগাছা পরিস্কার হলে দ্রুত ফলন আসে। এবিষয়ে কৃষক মালেক,ফারুক, আলমগীর বলেন সরকারের উচিত আমাদের ভর্তকি দেওয়া, আমাদের কৃষি কাজে পোষে না তারপরও আমরা জমি অনাবাদি রাখি না,মৌসুমে সবরকম ফসল ফলাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *