ময়মনসিংহ রেঞ্জের শ্রে-ষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন কাজী আখতার উল আলম

আরিফ রববানী ময়মনসিংহ।।
​পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। এই সম্মাননা তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

​ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলমের হাতে এই কৃতিত্বের পুরস্কার তুলে দেন রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় যে, ময়মনসিংহ জেলায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর ভূমিকা ছিল excepcional।

​পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কাজী আখতার উল আলম ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ নজর দেন। তাঁর তত্ত্বাবধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপে উল্লেখযোগ্য হ্রাস ঘটেছে। তিনি থানায় আগত সাধারণ মানুষের প্রতি পুলিশের আচরণ উন্নত করার ওপরও জোর দেন, যা জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধিতে সহায়তা করেছে।

​এই সম্মাননা প্রাপ্তির পর পুলিশ সুপার কাজী আখতার উল আলম তাঁর অধীনস্থ সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “এই অর্জন কেবল আমার একার নয়, এটি ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। আমরা ভবিষ্যতেও জনগণের সেবায় আরও বেশি নিবেদিত থাকব এবং একটি নিরাপদ ময়মনসিংহ গড়ে তোলার জন্য কাজ করে যাব।

জেলা পুলিশ সুত্র জানিয়েছে – জেলা পুলিশ সুপার ​কাজী আখতার উল আলমের এই স্বীকৃতি কেবল ময়মনসিংহ জেলা পুলিশের জন্যই নয়, বরং গোটা পুলিশ বাহিনীর জন্য একটি অনুপ্রেরণা। এটি প্রমাণ করে যে, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতা একজন কর্মকর্তাকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দিতে পারে। তাঁর এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য পুলিশ কর্মকর্তাদেরও নিজ নিজ দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা করা যায়।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, পুরষ্কার ও শ্রেষ্ঠত্বের উপাধি সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং জনসাধারণকে সেবামূলক কর্মকান্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরষ্কার ময়মনসিংহ জেলার সকল সহকর্মীদের অবদান। আমার এ পুরষ্কার আমি জেলাবাসীকে উৎসর্গ করছি। সকলের সগযোগীতায় জেলাবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *