আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ধামইরহাট শাখার আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্কুল ও মাদারাসা সহ ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, ফুটবল , দাবা, সাতারসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, আয়োজক কমিটির আহবায়ক ও ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন, ভাতকুন্ডু কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. খুরশিদা আক্তার খুশি প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আবুল বয়ান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
Leave a Reply