May 13, 2025, 12:02 pm
আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জাতীয় পার্টির কর্মী সম্মেলন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আমাইতাড়া বাজারে পৌর জাতীয় পার্টির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জাপার চেয়ারম্যান জি,এম কাদেরের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাপার সভাপতি এড. তোফাজ্জল হোসেন বলেন, ‘ জাতীয় পার্টি আর আওয়ামীলীগে নেই আমরা আগামীতে ৩০০ আসনে একক ভাবে নির্বাচন করবো। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে, জনগন আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহের আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হান্নান দেওয়ান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মন্ডল, সাবেক সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন জাপার সভাপতি সখেদুল ইসলাম, ছাত্র সমাজের সভাপতি মুক্তারুল আলম, যুব সংহতির সভাপতি মো. মুরাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।