কে এম সোয়েব জুয়েল,
গৌরনদীর সরিকলের চোর চক্রের মুল হোতা জুয়েল ওরফে সিটি জুয়েল ২৮ কে গ্রেফতার করেছে পুলিশ।
জুয়েল গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের আলমগীর সরদারের পুত্র।
একাধিক সুত্রে জানায় ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার স্হানীয় লোকজন বিশ্বস্হ সুত্রে জানতে পায় জুয়েলের কাছে চোরাইকৃত ১ টি পালসার মটর সাইকেল, ১ টি ফ্রিজ, ১ টি খাট ও ১৬ পিচ ( মাদক)ইয়াবা গচ্ছিত রাখার কথা এলাকায় ছরিয়ে পরলে স্হানীয়রা সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। তারিধারাবাহিকতায় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হানে এসে ব্যাপক তল্লাশী চালিয়ে ১ খাট ও ১৬ পিচ (মাদক) ইয়াবা চোরাইকৃত ১ টি পালসার মটর সাইকেলে ১ টি ফ্রিজ, উদ্ধার করেছেন বলে জানিয়েছেন সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশের উপ- পরিদর্শক এস আই কামাল।
এ ঘটনায় জুয়েলকে গ্রেফতার করে বরিশাল কারাগারে প্রেরন করা হলেও এদের পৃষ্ঠপোষকতাদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।
Leave a Reply