বরগুনার নাগরিক প্ল্যাটফর্মের নে-তৃত্বে মতবি-নিময় সভা অনুষ্ঠিত

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনা প্রেসক্লাব মিলনায়তন সভা কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর- আস্থা প্রকল্পের সহযোগিতায়, নাগরিক প্লাটফর্মের আয়োজনে, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২২শে সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল সভাপতিত্বে । সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমন্বয়কারী মো: খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর মো: সালেহ। সভাটি সঞ্চালনা করেন নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্ম সদস্য ও যুব ফোরামের সদস্যবৃন্দ। সভায় বক্তারা আগামী নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য নাগরিক প্লাটফর্ম সদস্য ও যুব ফোরামের সদস্যবৃন্দ একত্রে কাজ করার জন্য আহবান ব্যক্ত করেন। এছাড়া সভায় প্রশ্ন- উত্তর পর্বের মাধ্যমে উপজেলা নির্বাচন কর্মকর্তা সকল প্রশ্নের উত্তর প্রদান করার মধ্য দিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনা প্রদান করেন।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *