মুরাদনগরে লা-ইসেন্সবিহীন ট্রাভেল এ-জেন্সিকে ১০ হাজার টাকা জ-রিমানা

মোঃতরিকুল ইসলাম তরুন,

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে লাইসেন্স না থাকায় আরিফ এয়ার ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর পেয়ে বাজারের অন্যান্য ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা দ্রুত দোকানপাট বন্ধ করে অন্যত্র চলে যায়।

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। কিন্তু পর্যাপ্ত তদারকি না থাকায় নতুন প্রতিষ্ঠানগুলো নিয়ম অমান্য করে অবৈধভাবে এসব ব্যবসা চালাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, অভিযোগ রয়েছে কোম্পানীগঞ্জ বাজারে একাধিক ট্রাভেল এজেন্সি দীর্ঘদিন ধরে সিভিল অ্যাভিয়েশন লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে। সেই প্রেক্ষিতে আরিফ এয়ার ট্রাভেলসকে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা করা হয়েছে। দ্রুত লাইসেন্স গ্রহণপূর্বক ব্যবসা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে অনুমোদন ছাড়া পরিচালিত ট্রাভেল এজেন্সির কার্যক্রম শুধু সরকারি রাজস্বকে ক্ষতি করছে না, ভ্রমণকারীদের জন্যও ঝুঁকি তৈরি করছে। প্রতারণা, ভিসা জালিয়াতি এবং অকার্যকর সেবা এই ব্যবসার মূল সমস্যা। অবৈধ ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে সরকারের রাজস্ব ক্ষতি এবং ভ্রমণকারীদের নিরাপত্তা ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *