এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। উপজেলার তঁাতিবন্দ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে শনিবার বের হওয়া বিক্ষোভ মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোড়াডাঙ্গা বাজার চত্বরে গিয়ে শেষ হয় । পরে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার গোলাম আযমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা কামরুল ইসলাম, মজিবর রহমান খান ,আলাউদ্দিন আলাল,আবুল কালাম, সাফা,আলী আকবর , শরিফুল ইসলাম, মণিরুজ্জামান মান্নান, আব্দুল মালেক, মুক্তার শেখ,তোরাপ আলী, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রাজা , এস এম রাজা ও পিকে সাব্বির প্রমুখ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন , কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও জনবান্ধব নেতা শেখ আব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছে, যা বিক্ষুব্ধ করেছে নেতাকর্মীদের।শিগগির এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে ঘোষণা দেন তারা আরো বলেন, শেখ আব্দুর রউফ আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তারা বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।
Leave a Reply