রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মানুষের বিপদের সময় তার পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অকাল মৃত্যুর হাত থেকে একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের অনেক এলাকায় প্রবল নদী ভাঙ্গন বন্যায় পীড়িত মানুষ। তাদের বাড়ি-ঘর নিমজ্জিত, চারদিকে পানি। খাবার তো দূরের তুমুল চাহিদা আর জনপ্রিয়তার ফলে গোদাগাড়ীতে চালু হলো স্পিডবোট সার্ভিস।
পরীক্ষামূলকভাবে গোদাগাড়ী থানা ঘাট থেকে বোটটি রেলবাজার রুটে প্রায় ২ কিলোমিটার নৌপথে চালিয়ে উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ । এসময় ইউএনওর উপস্থিতিতে এলাকার জনসাধারণ ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধনের পর প্রাথমিকভাবে চালু হওয়া এই সেবার পরিসর পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
২১ সেপ্টেম্বর ( রবিবার) বেলা ৪ টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট এলাকায় স্পিডবোটটি উদ্বোধন করা হয়। এটি জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে পৌছানো, সাপে কাটা রোগীদের বহনসহ প্রশাসনিক কাজে ব্যবহার করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সাফিনা পার্ক লিমিটেড’ র সৌজন্যে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে চরবাসীর সুবিদার্থে বোটটি চালু করা হয় ।
এঁকেবেঁকে চলা নদীর টলমলে পদ্মার পানির মাঝে ছুটে চলছে স্পিডবোট। গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে যাত্রা শুরু করে হাটপাড়া ঘাট এবং রেলবাজার ঘাট এলাকায় পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়। নদীর তীরে শ শ মানুষ দাঁড়িয়ে দেখলেন এ দৃশ্য। যেখানে নদীপথ ১ ঘণ্টার বেশি সময় লেগে যা, সাপেকাঁটা রোগিসহ বিভিন্ন ধরণের রোগি নদী পারাপারের সময় মৃত্যুর মূখে ঢলে পড়ত । এখন সময় লাগবে মাত্র ১০ মিনিট।
স্পিডবোট সুবিধা থাকলে অপেক্ষমান থাকতে হবে না। অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছানো যাবে। স্পিডবোট থাকলে যেতে সময় লাগবে সর্বোচ্চ ১০ মিনিট। তাই পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী আরও বোট সার্ভিস চালুর কথা জানান ইউএনও ফয়সাল আহমেদ।
ইউএনও ফয়সাল আহমেদ আরও জানান, আমি কিছুদিন আগে শুনেছি চর আষাড়িয়াদহ এলাকার একজন সাপে কাটা রোগী মারা গেছেন। তাকে সদর হাসপাতালে নিতে দেরি হওয়ায় চিকিৎসা ব্যহত হয়েছিল । এর ফলশ্রুতিতেই রোগি মারা যান। এছাড়াও প্রসূতি মায়েদের জন্য জরুরি চিকিৎসা সেবা পেতে বোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানান, কোন ভালকাজ সৎ উদ্দেশ্য নিয়ে করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই। তার পরেও ভাল কাজ করতে হবে। অবহেলিত ইউপিতে মিনি শিশুপার্ক, খেলাধুরার সামগ্রী বিতরণ, ক্লাব গঠন, শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে প্রশাংসায় ভাসছেন ইউএনও ফয়সাল আহমেদ। আজকে নতুন সংযোজন হলো স্পিডবোট। ফলে চর এলাকার মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটল। সাপেকাটা রোগি, গর্ভবতি রোগদের ওপারে হাসপাতালে নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হত। এখন সময় লাগবে মাত্র ১০ মিনিট এবং বিনামূল্যে এসুযোগ গরীর, অসাহায় মানুষ ও রোগিরা।
মাদকপ্রবন এলাকা গোদাগাড়ী পদ্মার ওপারে ভারত সংলগ্ন পদ্মার চর। এই পথে মাদক চোরাচালান হয়ে থাকে স্পিডবোট থাকলে মাদক চোরাচালান রোধেও প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পারবেন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।
Leave a Reply