আরিফ রববানী ময়মনসিংহ।।
উন্নয়ন কর্মকাণ্ডের চ্যালেঞ্জগুলোর জেলা প্রশাসন ও সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে দ্রুত সম্পাদন করতে হবে বলে পরামর্শ দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুফিদুল আলম। তিনি বলেন, উন্নয়ন কাজের গতি আরও বাড়াতে হবে। দীর্ঘসূত্রিতা যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকতে হবে। উন্নয়ন কার্যক্রমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সময়মতো কাজ শেষ করা জরুরি।
রবিবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্য পরিকল্পনা নিয়ে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে বিভিন্ন দপ্তর প্রধানদের প্রতি এমন নির্দেশনা দেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
তিনি আরো বলেন, সবশেষে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা দূর্গাপুজাটাকে একেবারে সাম্প্রদায়িক সম্প্রিতি এবং নিরিবিচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণবাবে আমরা উজ্জাপন করতে পারি, সে বিষয়ে আমাদের কর্মচারীদের যার যার অবস্থান থেকে সহযোগীতা চেয়েছি। তাদেরকে সর্বোচ্ছ সতর্কতার সাথে পুজাটাকে নির্বিগ্নে পালনের জন্য আমরা নির্দেশনা দিয়েছি।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে তাঁদের নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় নিয়ম বহির্ভূত হাইরাইজ বিল্ডিংগুলো চিহ্নিত করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি বলেন, সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো ইতোমধ্যে চিহ্নিত করে সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ সড়ক বিভাগের অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ধোবাউড়া উপজেলার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ উপজেলা রাজস্ব তহবিল থেকে চালু রয়েছে। ইতোমধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাজীপুর থেকে স্টিলের ডেক স্লাব সংগ্রহ করে মেরামতের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক মুফিদুল আলম আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হলে সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক,
পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সকল উপজেলার নির্বাহী অফিসার ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় ডিসি মুফিদুল আলম সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply