মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতি-যোগীতা অ-নুষ্ঠিত

আরিফুর রহমান, মাদারীপুর:-
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল আড়িয়াল খাঁ নদীর চরবাজিতপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক ভীড় করেন নদী পাড়ে। তাদের মুর্হুমূহ করতালিতে মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা তিনটা থেকে আড়িয়াল খাঁ নদীর হবিগঞ্জ ব্রীজ থেকে চরবাজিতপুর শাহজালালের হাট পর্যন্ত বিকাল সারে ৫টা পর্যন্ত বিভিন্ন ধাপে কুইজের মধ্যে দিয়ে চলতে থাকে নৌকা বাইচ প্রতিযোগীতা।

বাইচে অশং নেয়া প্রতিটি নৌকার আকর্ষণীয় নাম, রঙ আর মাঝি-মাল্লার দৃষ্টি নন্দন পোশাক ছিল আলাদা। চেনা সুরের গানের তালে মাঝি-মাল্লার চলে বৈঠার স্পন্দন।

মিনি সুইজারল্যান্ড রেষ্টুরেন্ট এন্ড পার্ক এর সৌজন্যে ও মো. জাহিদ খানের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে নৌকা অংশ নেয়। বাইচে উপস্থিত থেকে ধুরাইল ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোহসিন খান তার বক্তব্যে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তবে পৃষ্টপোষকতা পেলে আরও বড় পরিসরে এই নৌকা বাইচের আয়োজন আগামীতে করতে চান।

সর্বমোট ৮টি বাচারী নৌকা অংশগ্রহনকারী নৌকার মধ্যে ৪টি নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার পেয়েছেন ,ঘোড়া, স্বপন বয়রা, (৬নং নৌকা) ২য় পুরস্কার পেয়েছেন ৪৩” টিভি বাদশা মাতুব্বর (১নং নৌকা)
তৃতীয় পুরস্কার পেয়েছেন ২জন, ১টি করে ১০সিএফটি ফ্রীজ, রব মাতুব্বর (৪নং নৌকা)/ রিয়াদুল খান (৭নং নৌকা) পরবর্তী ৪জনকে সান্তনা পুরস্কার হিসেবে ৩জনকে ৩২” একটি করে টিভি এবং একজনকে সেলাই মেশিন প্রদান করা হয়।
মাদারীপুর আইনশৃঙ্খলা বাহিনী এবং স্হানীয় গন্যমান্যদের সহযোগিতায় নৌকাবাইচ পরিচালনা করেন,ধুরাইল ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার মো.বাদশা মাতুব্বর।
সার্বিক সহযোগিতা করেন, ধুরাইল ইউনিয়নের সমাজ সেবক ওবায়দুর রহমান মাতুব্বর প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *