কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ইস্কুলেরহাট আদর্শ বিদ্যানিকেতনে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য, কুড়িগ্রাম ১ আসনের সাংসদ প্রার্থী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ মোঃ ইউনুস আলীর উদ্যোগে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ মোঃ ইউনুস আলী সহ তিনজন চিকিৎসক প্রায় ২০০ জন অসুস্থ রোগী কে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সফি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (সরকার) সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডাক্তার মো. ইউনুস আলী বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই। ২০১৯সাল থেকে আজ পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। আমার নির্বাচনী এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা আমার সাথে আছে। আমি নাগেশ্বরী ও ভুরুঙ্গামারিী উপজেলার মানুষদের বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের কথা তুলে ধরছি।
Leave a Reply