ময়মনসিংহে ৫ দফা দাবিতে নেজামে ইসলাম পার্টির বিক্ষো-ভ

স্টাফ রিপোর্টারঃ
জুলাই সনদের আইনি ভিত্তি, মৌলিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দ্রুত জাতীয় নির্বাচন, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ শাখা।

শুক্রবার (১৯সেপ্টেম্বর) বিকাল ৪টায় ময়মনসিংহ বড় মসজিদের সামনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নেজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় সংগঠন সচিব অধ্যক্ষ আবু তাহের খান। প্রধান বক্তার বক্তব্যে জুলাই শহীদদের সাথে প্রতারণা করলে বাংলাদেশে আরেকটি গণ বিপ্লব ঘটবে জানিয়ে
বলেন, শত শত শহীদের রক্তস্নাত বিরানব্বই ভাগ মুসলিম অধ্যূষিত বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে তামাশা করলে আরেকটি গণ বিপ্লব সংঘটিত হবে। জুলাই এরং শাপলার সৈনিকেরা ঘরে ফিরে যায়নি। একটা নতুন বাংলাদেশ নির্মাণ না করে আমাদের এই বিপ্লবের মিশন শেষ হবে না।

এসময় বক্তাগন অনতিবিলম্বে ঘোষিত পাঁচ দফা দাবী বাস্তবায়নের চুড়ান্ত পদক্ষেপ গ্রহণ করে জুলাই শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর আহবান জানান। বাংলাদেশে আনারও ফ্যাসীবাদ কে পুনর্বাসিত করার চক্রান্ত রুখে দিতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে উদাত্ত আহ্বান জানান।

নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ আমীরহাফেজ মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী শরীফুর রহমান এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আমীর ড. হাফেজ মাওলানা উমর ফারুক, মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল মালেক সহ জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আরো বলে, শত শত শহিদের রক্তস্নাত বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে তামাশা করলে আরেকটি গণবিপ্লব সংঘটিত হবে। জুলাই এবং শাপলার সৈনিকরা ঘরে ফিরে যায়নি। একটা নতুন বাংলাদেশ নির্মাণ না করে আমাদের এই বিপ্লবের মিশন শেষ হবে না।

সমাবেশে বক্তারা-১। জুলাই সনদের আইনি ভিত্তি।
২। মৌলিকসংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দ্রুত জাতীয় নির্বাচন। ৩। আওয়ামী ফ্যাসীবাদ ও তার দোসরদের বিচার, কার্যক্রম নিষিদ্ধ।
৪। শাপলার গনহত্যা, পিলখানা ও জুলাই হত্যাযজ্ঞের দ্রুত বিচার, এবং ৫। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ এই ৫ দফা দাবি উত্থাপন করেন প্রধান অতিথি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *