আজ ধন্য বাসিল মরো পবিত্র গীর্জার শুভ উদ্বোধন

বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলা খ্রিস্টান সম্প্রদায়ের হালিরাম পাড়ায় ধন্য বাসিল মরো গীর্জা শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) দুপুরে থানচি উপজেলা ০৪ নং বলিপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড অবস্থিত, খ্রিস্টান সম্প্রদায়ের হালিরাম পাড়ায় ধন্য বাসিল মরো গীর্জা শুভ উদ্ভোধন করা হয়।
পবিত্র গীর্জার টি শুভ উদ্ভোধন করেন, চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চবিশপ লরেন্স শুব্রত হাওলাদার সিএসসি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস প্রভেন্সিয়াল সেক্রেড হার্ট যীজাস প্রোভিন্স বাংলাদেশ ফাদার সুশান্ত আন্তনী গমেজ সিএসসি, নিবেদীতা কুমারী মারিয়া ধর্ম পল্লীর পাল-পুরোহিত ফাদার শিতল হিউবার্ট রোজারিও সিএসসি, শান্তি রাজ ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার নিকোলাস নকক্রেক সিএসসি, ফাদার সমীর পিটার রোজারিও সিএসসি, ফাদার বিকাশ জেমস রিবেরু সিএসসি, ফাদার সুমন রোজারিও সিএসসি প্রমুখ।
হলি ক্রশ মিশন সেন্টার ইউএসএ ও হলি ক্রশ ফাদার সেক্রেড হার্ট যিজাস প্রোভিন্স বাংলাদেশ অর্থায়নে, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর সার্বিক সহযোগীতায় ও হালিরাম পাড়াবাসীদের সক্রিয়ভাবে কঠোর পরিশ্রমের অংশগ্রহণের ধন্য বাসিল মরো গীর্জাটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
আর্শীবাদ ও ধন্যবাদ কৃতজ্ঞতা উদযাপন কমিটির আহ্বায়ক পিতর ত্রিপুরা মেম্বার বলেন, বিগত ৩রা মার্চ ২০২৫ তারিখে গীর্জা টি ভিক্তি স্থাপন করা হয়। ভিক্তি প্রস্থর শুভ সূচনা করেন, প্রভিন্স ডেভেলপমেন্ট অফিস, ফাদার বিনয় সেবাস্তিয়ান গমেজ সিএসসি। সঠিক ব্যবস্থাপনার ও সবার সক্রিয় সহযোগিতায় মাত্র সাড়ে ৬ মাস নির্মাণের গীর্জা টি দ্রুত কাজ শেষ করতে সক্ষম হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি উপজেলা ০৪ নং বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, ক্যচু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনিরাম রাফায়েল ত্রিপুরা ও সিস্টারবৃন্দ। এছাড়া এলাকার খ্রিস্ট ভক্তরা আনুমানিক প্রায় ৬৫০ জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *