বরগুনার তালতলীতে জলবায়ু পরি-বর্তনের ঝুঁ-কি মো-কাবেলায় কার্যকর পদক্ষেপের দাবিতে সাইকেল র‍্যালি

মংচিন থান তালতলী প্রতিনিধি।।
‘অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র ও একটি পরিপূর্ণ জীবনের জন্য
গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ-৩০ ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকে সামনে রেখে বরগুনার তালতলীতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও তালতলী সাইক্লিং ক্লাবের আয়োজনে এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ বাই-সাইকেল র‍্যালিটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে গিয়ে শেষ হয়। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের শরীরে জলবায়ু ন্যায্যতার দাবি সম্বলিত টি শার্ট ও বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, মো. জসিম উদ্দিন র‍্যালির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ ও উন্নয়নকর্মী এম মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ, মো. নাঈম ইসলাম, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং স্থানীয় জনগোষ্ঠী, শ্রমিক, নারী, কৃষক, জেলে, পশুপালক, যুবক, শিশু, আদিবাসী, অভিবাসী, শরণার্থী, নানা বর্ণের মানুষ, এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর কেন্দ্রীভূত একটি ন্যায্য রূপান্তরের মাধ্যমে চলমান ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে।

দ্রুত, ন্যায্য এবং নারীবান্ধব, দূষণ বন্ধ করতে হবে; মানুষ এবং পৃথিবীর জন্য একটি কার্যকর নবায়নযোগ্য ভিত্তিক জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হবে; উচ্চ-কার্বন, কৃষি-শিল্প, কৃষি থেকে কৃষিভিত্তিক বাস্তুতন্ত্র এবং টেকসই খাদ্য ব্যবস্থায় রূপান্তর করুন, যা গৃহস্থালি ব্যবহারের জন্য স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন এবং প্রাপ্তির অধিকারকে অগ্রাধিকার দেয়। সব ধরনের যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে হবে; পৃথিবীব্যাপী সামরিকীকরণ বন্ধ করতে হবে; ন্যায়বিচারের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

তাঁরা আরও বলেন, তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রর নির্গত কালো ধোঁয়ায় উপজেলার অন্যতম সবজি পল্লী সওদাগপাড়া ও টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাই অবিলম্বে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ বাংলাদেশের সকল কয়লাভিত্তক বিদ্যুৎ প্রকল্প বাতিল করে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পত্যাশা ব্যক্ত করেন। একইসাথে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমরা যাতে টিকে থাকতে পারি সেই উদ্যেগ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।###

মংচিন থান
তালতলী প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *