September 18, 2025, 7:42 pm
আরিফুর রহমান, মাদারীপুর
ছিলারচর সরকারি ডিগ্রি কলেজের ৪র্থ শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৫ সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।
ফলাফল অনুযায়ী—
সম্পাদক পদে জনাব আতিকুর রহমান বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ৩৩ ভোটে সম্পাদক নির্বাচিত হন। সহ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় জনাব জাহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় জনাব সঞ্জয় কুমার হাওলাদার ২৭ ভোটে জয়লাভ করেছেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব জিয়াসমিন আক্তার এবং উপাধ্যক্ষ জনাব নৃপেন্দ্র নাথ হালদার। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা জনাব শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশন জনাব দেলোয়ার হোসেন ও কামরুন্নাহার সাথী।
নির্বাচনে কলেজের সব প্রভাষক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্বাচন উপলক্ষে পুরো কলেজ প্রাঙ্গণে ছিল এক ধরনের উৎসবমুখর পরিবেশ।
বিজয়ী শিক্ষকরা ফলাফল ঘোষণার পর সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষক সমাজের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরিফুর রহমান
মাদারীপুর জেলা প্রতিনিধি।