ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মা-গফেরাত কাম-নায় দোয়ার মাহফিল

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার দুপুরে এক মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই দোয়ার মাহফিলে ক্লাব সদস্যরা ছাড়াও প্রতিবেশিরা অংশগ্রহন করেন।মিলাদ ও দোয়ার মাহফিল পুর্ব এক আলোচনা সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু ও আজাদ রহমান অংশ নেন। মিলাদ মাহফিল শেষে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা হাসান মাহমুদ।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে মিলাদ ও দোয়ার মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, একাত্তর রাজিব হাসান, মানবকন্ঠের শাহজাহান আলী বিপাশ, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের আহসান কবীর ও প্রয়াত পরিবারের সদস্য বায়োজিদসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রতি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু কিছুদিন আগে ইন্তেকাল কেরেন। এর আগে সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার শেখ মিজানুর রহমান, দি ইনডিপেনডেন্ট পত্রিকার এম এ আনসারী, বাংলাদেশ বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অব আমেরিকার এমবি জামান সিদ্দিকী, সংবাদের কমল কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিংকর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বানী পত্রিকার তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমীর আলী, শেখ হাবীবুর রহমান, কেবি আল মামুন ও হাফিজুর রহমানসহ একাধিক সদস্য মারা যান।

আতিকুর রহমান
ঝিনাইদহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *