September 17, 2025, 7:34 pm
মিঠুন সাহা,চট্টগ্রাম জেলা প্রতিনিধি ।
চট্টগ্রামে কায়া আশ্রম এর আয়োজনে নৃত্য সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নৃত্যনুষ্ঠান এর আয়োজন করে কায়া আশ্রম নামের একটি নৃত্য প্রতিষ্ঠান। ভরতনাট্যম ও সৃজনশীল নৃত্যের ধারায় এতে অংশগ্রহণ করে কায়া আশ্রমের শিক্ষার্থীবৃন্দ।
ভরতনাট্যম নৃত্যশিল্পী শিক্ষক এবং কায়াশ্রমের কর্ণধার অমিত চৌধুরীর পরিচালনায় ও মণিপুরী নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস শ্রুতিমধুর ও নৃত্যবিষয়ক তথ্যবহুল সঞ্চালনায় একটি ব্যতিক্রমী নৃত্যনুষ্ঠান পরিবেশিত হয়।
এতে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন লেখক, সাহিত্যিক, অভিভাবক, কর্মকর্তা ও কলাকুশলীসহ বিভিন্ন দর্শকমণ্ডলী
উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা এ-ই ধরনের নান্দনিক নৃত্য পরিবেশন এর জন্য কায়া আশ্রম এর সদস্য ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এই ধরনের নৃত্য সংস্কৃতি জগৎকে সমৃদ্ধশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য : একটি মহান লক্ষ্য ও স্বপ্ন নিয়ে চট্টগ্রাম শহরে ২০১৭ সালের অক্টোবর মাসে আত্মপ্রকাশ ঘটে কায়া আশ্রম নামের এই নৃত্য সংগঠনটির।