September 17, 2025, 7:34 pm
তরিকুল ইসলাম তরুন
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকার জমি দখলের অভিযোগ উঠেছে ষোলনল ইউনিয়নের ইউপি সদস্য জালাল মেম্বারের বিরুদ্ধে। নোটিশ অগ্রাহ্য করে তিনি আবারও বাঁশের বেড়া দিয়ে জায়গাটি দখলে নিয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার খাড়াতাইয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন রাস্তার উত্তর পাশের বালুর মাঠে গিয়ে এমন চিত্র দেখা যায়।
অভিযোগ রয়েছে, ইউপি সদস্য ক্ষমতার অপব্যবহার করে সওজের সরকারি সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সওজের জায়গা কারও কাছে ছাড় দেওয়া হবে না। নোটিশ দেওয়া হলেও কর্ণপাত না করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জায়গাটি যেহেতু সওজের, তাই তাদের বক্তব্য ও পদক্ষেপ প্রাধান্য পাবে। তারপরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জালাল মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে দাবি করেন, জায়গাটি তাদের পারিবারিক মালিকানাধীন। পাশাপাশি সওজের নোটিশের জবাবও দিয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে স্থানীয়রা জানান, জায়গাটি সম্পূর্ণ সওজের অধীন। এখানে খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করে আসছিলেন। কিন্তু ইউপি সদস্যের বেড়া দেওয়ার কারণে শিক্ষার্থীদের খেলার সুযোগ বন্ধ হয়ে গেছে।
তাদের অভিযোগ, সরকারি জমি দখল করে ইউপি সদস্য রাষ্ট্রীয় অপরাধ করেছেন। তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণেরও একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, জমিটি দ্রুত উচ্ছেদ করে সরকারি খেলার মাঠ হিসেবে উন্মুক্ত করা হোক, যাতে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে।