সুজানগরের তঁাতিবন্দে বিএনপির কর্মী স-মাবেশ অনুষ্ঠিত

এম এ আলিম রিপন,সুজানগর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে পাবনার সুজানগর উপজেলার তঁাতিবন্দ ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।তঁাতিবন্দ ইউনিয়ন বিএনপি নেতা বাকীবিল্লাহ এর সভাপতিত্বে ও সুজানগর পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আনিসুর রহমান খোকন, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুর রহমান ও আব্দুল আলিম প্রমূখ।কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব বলেন তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলে প্রাণ। বিভিন্ন সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল কিন্তু সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের ভিত্তি অত্যন্ত মজবুত থাকায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।তিনি বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা গুম ও বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ সময় তিনি দলের প্রতিটি নেতাকর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *