গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সন্মেলন কক্ষে ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলামের গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান, চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাহিদ হাসান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম শাওয়াল, সিসিবিভিও কর্মকর্তা মো নিরাবুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাদিকুল ইসলাম, আমার দেশ পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম, দৈনিক সোনালী সংবাদ প্রতিকার সাংবাদিক জামিল আহমেদ, সাংবাদিকসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।
বক্তাগণ গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন মাদক, সন্ত্রাস বিরোধী কার্যক্রম মাথা চাড়া দিতে না পারে এজন্য প্রশাসন, বিজিবি পুলিশ, রাজনৈতিক নেতা সবাইকে এক সাথে কাজ করতে হবে।
সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ আইন শৃঙ্খলার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান অথচ চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া কোন চেয়ারম্যান উপস্থিত নেই। গোদাগাড়ীর ক্লিনিকগুলি ব্যাপক অব্যস্থাপনা, যেনতেন টেষ্ট দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে, পুরুষ ডাক্তার দিয়ে মহিলাদের আপারেন্স করা, ডাক্তার, নাসদের রোগির সাথে খারাপ আচারণের ব্যপারে অভিযোগ তুলেন। গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে ডাক্তরগণ সময়মত মেডিকেল আসেন না, আবাসিক ব্যবস্থা থাকার পরেও ডাক্তার কর্মচারী কেউ কোয়াটারে থাকেন না, রোগিরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে হাসপাতালের পরিবেশ ঝোপ জঙ্গলে ভরে গেছে, মাদক ক্রয় বিক্রয় ও নেশাখোরদের আস্তানায় পরিনত হয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে। উত্তরে সহকারী কমিশনার ভূমি মোঃ মোঃ শামসুল ইসলাম বলেন, আমরা গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে মাদকের আখড়ায় সফল অভিযান পরিচালনা করেছি, মিটিং এ অনু উপস্থিত চেয়ারম্যান ও ডাক্তারদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে তাগাদা দেয়া এবং ক্লিনিং গুলি অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামা বলেন,৫ অক্টোবর থেকে ২২ থেকে ইলিশ মাছ ধরা, পরিবহন করা বন্ধ থাকবে। এ ব্যপারে সবার সহযোগিতা চাই।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম বলেন, গোদাগাড়ী থানায় এখন থেকে জমি জায়গা সংক্রান্ত কোন অভিযোগ নেয়া হবে না। জিডি, মামলা করতে কারো মাধ্যমে আসার প্রয়োজন নেই। সরাসরি যার তিনি আসলেই হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ আছে, কাজ করছে। আগামী দূর্গা পূজায় সাবাইকে সহযোগিতা করতে হবে।
সহকারী কমিশনার (ভূমি)
মোঃ শামসুল ইসলাম বক্তব্য বলেন, গোদাগাড়ীর বড় সমস্যা মাদক, একজন মাদক ব্যাবসায়ী ১ হাজার পরিবার নষ্ট করে নিজে বাড়ী, গাড়ী, কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলবে একদিন তার পরিবার ধ্বংশ হতে বাধ্য। চর আষাদিয়াদহ এলাকায় বিজিবির ক্যাম্পে গরু নিয়ে গিয়ে নিবন্ধন করতে হয়, এটা গরু পালনকারীদের নিকট খুবই কষ্টকর। ইউএনও স্যারের সাথে কথা বলে উদ্ধোর্তন কতৃপক্ষের নিকট আলোচনা করে বিজিবিকে বিষয়টি সুরাহা করার পরামার্শ দেয়া হয়। বাল্যবিয়ে, ইফটিজিং, সাপে কাটা রোগির ব্যপারে নির্দেশনা প্রদান করা হয়।
গোদাগাড়ীতে দূর- দূরাত্বের থেকে মানুষ এসে যেন কষ্ট না পাই সেদিকে সবাইকে নজর দিতে হবে গোদাগাড়ী থেকে থানার মোড় পর্যন্ত সুলতানগজ্ঞ মোড়ে, মহিশালবাড়ী সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হয় এক শ্রেণীর যুবক বেপরোয়া গতিতে বাইক চালায় স্পীড ব্রেকার দেয়ার ব্যপারে আলোচনা হয়েছে। এ ব্যপারে ব্যবস্থা গ্রহন করা হবে। সাপে কাটা রোগির সুচিকিৎসার ব্যবস্থা করা হবে
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী, রাজশাহী।

Leave a Reply