নেছারাবাদে আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের নি-রাপত্তা কর্মি নাজিরের বিরু-দ্ধে নানা অ-ভিযোগ

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি /

নেছারাবাদে আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মি নাজিরের বিরুদ্ধে স্কুলের এক শিক্ষার্থীকে নিয়ে গনিত শিক্ষককে জড়িয়ে মিথ্যে অপবাদ দেয়ার অপরাধে, নাজিরকে মৌখিক ভাবে সাময়িক স্কুলে না আসার জন্য বলেদিয়েছে প্রধান শিক্ষক। এ ছাড়াও নিরাপত্তা কর্মি নাজিরের বিরুদ্ধে রয়েছে একাধিক নানা অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ এই নিরাপত্তা কর্মি কর্মক্ষেত্রে বহাল থাকে তাহলে এধরণের ঘটনা ঘটতেই থাকবে। স্কুলের সাবেক বিদ্যুৎসাহী সদস্য সহ এলাকার অভিভাবকদের দাবি তাকে স্কুলে স্বপদে হাল থাকলে স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষকরাও ঠিক মতো ক্লাসে পাঠদান করতে পারবে না।

ঐ বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎসাহী সদস্য সরোয়ার মাস্টার বলেন,স্কুলে নাজির ছেলেটার নিয়োগও সঠিক ভাবে হয়নি ৬ লাখ টাকা বিনিময়ে চাকরি নিয়েছে। আমি ঐ নিয়োগ বোর্ডে ছিলাম। আর শিক্ষককে নিয়ো ঘটনাটি রটিয়েছে এটা সত্যি না। সে একজন ভালো শিক্ষক। আর মেয়েটা এ বিষয়ে কিছু জানেই না। হয়তো ঐ শিক্ষকে কাছ থেকে কোন টাকা পয়সা নেয়ার মতলব করেছিলো নাজিরের। আমরাও চাই ঐ নাজিরের বিরুদ্ধে স্কুল কতৃপক্ষ ব্যাবস্থা নিক।

এ বিষয় ঐ স্কুলে গিয়ে নাজিরের দেখা না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন বলেন, প্রাথমিক ভাবে বিষয়টি নিয়ে আমরা বসে ছিলাম, নাজির সব শিকার করে নিজের ভুল শিকার করেছে। তাই তাকে মৌলিক ভাবে স্কুলে না আসার জন্য বলা হয়েছে। তবে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অবহিত করবো তার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *