জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে মানিকগঞ্জ জেলাকে হা-রাল ময়মনসিংহ

স্টাফ রিপোর্টারঃ
দেশজুড়ে নতুন করে ফুটবল উম্মাদনা ছড়িয়ে দিতে চলছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫। ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে এই আসরে অংশ নিয়েছে ৬৪টি জেলা।

তারই ধারাবাহিকতায় বুধবার (১৭সেপ্টেম্বর)বিকালে
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজিত খেলায় মানিকগঞ্জ জেলাকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক ময়মনসিংহ জেলা। এর আগে এ্যাওয়ে ম্যাচটি উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
চ্যাম্পিয়নশিপের প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখে।”

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দল এবং মানিকগঞ্জ জেলা ফুটবল দল। খেলাটি দেখতে স্টেডিয়ামে দুই জেলার হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা খেলোয়াড়দের মাঝে বাড়তি উদ্দীপনা যোগায়।

এসময় ময়মনসিংহের রাজনৈতিক সামাজিক সংগঠনসহ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *