September 16, 2025, 5:30 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার সুজানগরে প-রিত্যক্ত অবস্থায় অ-স্ত্র উ-দ্ধার নতুন জীবন পেল সুজানগরে শি-কারির ফঁা-দে আট-কা ৪৫টি পাখি পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আ-ইলে সবজি চাষ গোদাগাড়ীতে স-র্বনাশা পদ্মা নদীর ভ-য়াবহ ভাঙ্গনের শি-কার ৩ শত পরিবার দোয়ারাবাজারে বয়স্ক, বিধবা ও প্র-তিবন্ধী ভাতার ২৬৭টি বই বিত-রণ পাইকগাছায় গলায় ও-ড়না পেঁ-চিয়ে এক কিশোরীর আত্মহ-ত্যা শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন প-দ হারালেন আশুলিয়ায় গু-লিবিদ্ধ অ-জ্ঞাত এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘু-ষের রা-জত্ব
রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামের মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও নগদ টাকা লুণ্ঠন করে। পরবর্তীতে রাজশাহী জেলা পুলিশের ডিবির একটি টিম অভিযুক্ত ৮ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো ১। মোঃ শাহাদত হোসেন কলম(৩৩), ২। মোঃ শান্ত ইসলাম(২৬), ৩। মোঃ বেলাল হোসেন(৩০), ৪। মোঃ শুকুর আলী(৫২), ৫। মোঃ শাকিল হোসেন(৪০), ৬। মোঃ রানা হোসেন(২৪), ৭। মোঃ রাসেল হোসেন(২২), ৮। মোঃ এখলাছ রহমান মিন্টু(৪২)। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শুকুর আলী ডাকাতির দায় স্বীকার করে রাজশাহীর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

অভিযুক্ত শাহাদত হোসেন কলম বগুড়ার আদমদিঘীর ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামস্থ মো: আ: সামাদ খোকার পুত্র, শান্ত ইসলাম নওগাঁ মান্দার আবিদ্যপাড়া গ্রামস্থ মো: নাসির উদ্দিনের পুত্র, বেলাল হোসেন পিরোজপুর নাজিরপুর বাকশি গ্রামস্থ মৃত সামছু শেখের পুত্র,: শুকুর আলী নওগাঁর ধোপাইলকুড়ি গ্রামস্থ মৃত কছের ফকিরের পুত্র, শাকিল হোসেন জয়পুরহাট আক্কেলপুরের দারাড়কুল গ্রামস্থ মোঃ বাবুলের পুত্র, রানা হোসেন ও রাসেল হোসেন’দ্বয় নওগাঁর বদলগাছীর রামশাপুর গ্রামস্থ আমজাদ হোসেনের পুত্র এবং এখলাছ রহমান মিন্টু নওগাঁর খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামস্থ মেছের আলীর পুত্র। অভিযুক্ত সকলেই আন্ত: বিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে বলে জানান যায়।
এ ডাকাতির ঘটনার সংবাদ প্রাপ্তির পরই তানোর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে ওসি ডিবি আরিফ আলীর নেতৃত্বে, এসআই স্বপন হোসেন’সহ জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম অভিযান পরিচালনা করে এই ডাকাতি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৮ জনকে গ্রেফতার করে। ১ হতে ৭ নং অভিযুক্তকে জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলষ্টেশন সংলগ্ন জনৈক লিটন মোল্লার ভাড়া দেওয়া বাড়ি থেকে এবং ৮নং অভিযুক্ত এখলাছ রহমান মিন্টু’কে নওগাঁ সদর থানাধীন ইদুর বটতলা নামক স্থানে মনোরমা জুয়েলার্স থেকে গ্রেফতার করে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন।
গ্রেফতারকৃত ডাকাত শুকুর আলী গত ১৫/০৯/২০২৫ খ্রি. কার্যবিধির ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। অভিযুক্তের জবানবন্দিতে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত ০৩:৩০ টায় রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা গ্রামের মো: মোয়াজ্জেমুল হোসেনের বসতবাড়ির মেইন দরজা ভেঙ্গে ঘড়ে প্রবেশ করে সকলকে গামছা দিয়ে হাত, পা এবং মুখ বেঁধে ফেলে। ৪টি ফোন, নগদ ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, স্বর্নের চেইন, কানের দুল হাতের আংটি’সহ ১টি মোটরসাইকেল লুণ্ঠন করে কৌশলে পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ডাকাতির ঘটনায় মো: মোয়াজ্জেমুল হোসেন বাদি হয়ে তানোর থানায় অজ্ঞাতনামা ৬-৮ ব্যক্তির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই ডাকাতির ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও লুন্ঠিত আরও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD