September 16, 2025, 6:43 pm
সাইফুল ইসলাম জয়ঃ গাজীপুরের “শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের স্বনামধন্য সাধারণ সম্পাদককে অবৈধভাবে বহিষ্কারের প্রতিবাদে সংগঠনের সকল সদস্য আজ সোমবার এক জরুরি মিটিং ডাকেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫ইং) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই মিটিংয়ে সভাপতি মোবারক হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ উঠে আসে।
আলোচনায় জানা যায়, সাধারণ সম্পাদককে বহিষ্কারের নোটিশে সংগঠনের সদস্যদের জাল স্বাক্ষর ব্যবহার করা হয় এবং অনেককে ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছিল। এছাড়া বহিষ্কারের পত্রটি শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের অফিসিয়াল প্যাডে লেখা হয়নি, বরং ভিন্ন একটি প্যাড ব্যবহার করা হয়। ওই বহিষ্কারের নোটিশে সভাপতির স্বেচ্ছাচারিতা, সদস্যদের সাথে খারাপ আচরণ এবং সাধারণ সম্পাদকের সম্মানহানির প্রমাণ মিলে।
এই অন্যায় ও স্বেচ্ছাচারিতার জন্য সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘোষণা দেওয়া হয় যে তিনি তার সাধারণ সম্পাদক পদে বহাল থাকবেন।
পরবর্তীতে সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ ফকিরের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম নাহিদের পরিচালনায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতভাবে সভাপতি মোবারক হোসেনকে তার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত সাধারণ সম্পাদক সদস্যদের সামনে পাঠ করেন এবং সভায় উপস্থিত সাংবাদিক ও সদস্যরা তা অনুমোদন দেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে মোবারক হোসেনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের জবাব দিতে হবে। অন্যথায় তার সদস্যপদও বাতিল করা হবে।
এই সময় সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।