মোঃমিজানুরর রহমান ,কালকিনি, ডাসার প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন, ফারিয়ার কমিটি ঘোষণা করা হয়েছে, আজ ভুরঘাটা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি কালকিনি ফারিয়ার কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে সাংবাদিক মেঃমিজানুর রহমান, সহ-সভাপতি,মিজানুর রহমান, রেজাউল ইসলাম,সাধারণ সম্পাদক-শহীদুল ইসলাম,যুগ্ম-সাধারন সম্পাদক-রতন দে,সাংগঠনিক সম্পাদক – মামুন সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কালকিনি ফারিয়ার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার সভাপতিত্ব করেন,মিজানুর রহমান-সভাপতি,কালকিনি ফারিয়া, সঞ্চালনা করেন, শহীদুল ইসলাম -সাধারণ সম্পাদক, কালকিনি ফারিয়া। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শফিক রহমান-সভাপতি,বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্জয় ফরাজী- সিনিয়র সহ-সভাপতি,বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া, সহদেব মন্ডল-উপদেষ্টা,বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া, আনিসুর রহমান-উপদেষ্টা,কালকিনি ফারিয়া, তরিকুল ইসলাম -সভাপতি,গোপালগঞ্জ জেলা ফারিয়া, আরিফ বেপারী-সভাপতি,গৌরনদী ফারিয়া, বজলুর রশিদ -সভাপতি, আগৈলঝারা ফারিয়া, ইমরান-উর-রহমান-সভাপতি,কোটালিপাড়া ফারিয়া, আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার সকল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্ন্টেটিভ এ্যাসোসিয়শন ফারিয়ার সকল প্রতিনিধি গন।
কালকিনি ফারিয়ার কমিটি ঘোষণা। সভাপতি-মিজান,সম্পাদক-শহীদুল, যুগ্ম -সম্পাদক -রতন দে।

Leave a Reply