September 16, 2025, 7:04 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা।
গাইবান্ধা সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকারের সভাপতিতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক আলী জাফর ইজাজ,আবু সোলায়মান সরকার সাজা, মোঃ মশিউর রহমান সরকার, মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিক, মোঃ মোস্তাফিজুর রহমান, শাফিউল হাসান, মমতাজ বেগম প্রমূখ। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক কৃষ্ণা রানী সরকার ও আব্দুর রউফ।