September 16, 2025, 7:02 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে উপজেলার প্রকল্প বাস্তবায়নে গ্রামীন অবকাঠামো উন্নয়ন চলতি বছরের কাজের বিষয়ে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা-কাবিখা) এবং গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি.আর) ১ম,২য় এবং ৩য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্পাদকগণের সাথে প্রকল্পের কাজের অগ্রগতি ও সার্বিক কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ভালুকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর
সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন প্রকল্পের সভাপতি ও সম্পাদকগণ।
ইউনিয়ন পরিষদ সচিব স্বপন সাহার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়নে শতভাগ কাজ করতে হবে। এই প্রকল্পে টাকা জনগনের। জনগনের টাকায়, জনগনের জন্য চলাচলের ও নাগরকি সুবিধার জন্য এ সকল কাজ করা হচ্ছে। যদি কোন প্রকল্পের বরাদ্দের টাকার কম কাজ করা হয় তাহলে যত টুকু কাজ করা হবে ততটুকু বিল পরিশোধ করা হবে। প্রকল্পের সভাপতি বা সম্পাদকের কাছে কোন ব্যক্তি চাঁদা দাবী করলে চাঁদা দিবেন না। আপনারা তাৎক্ষনিক ভাবে প্রশাসনকে জানাবেন। প্রয়োজনে ওই প্রকল্পের কাজ বন্ধ করে প্রকল্পের টাকা ফেরৎ পাঠানো হবে।
তিনি আরো জানান-গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বর্তমান অবস্থা পর্যালোচনা, উন্নয়ন কাজের অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সুপারিশ প্রদানসহ ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে উন্নয়ন কর্মকান্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়াই প্রশাসনের লক্ষ ও উদ্দেশ্য
এছাড়াও সভায় গ্রামীণ রাস্তাঘাট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা, এবং সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, এবং অংশীজনরা অংশগ্রহণ করে তাদের মতামত পোষণ করেন।