September 16, 2025, 2:38 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন(৫৩) দুদিন ধরে নিখেঁাজ রয়েছেন।
পরিবার জানিয়েছে, রবিবার(১৪ সেপ্টেম্বর) সকালে পাবনা শহরের ভাড়া বাসা থেকে বের হন সুজানগর অফিসে যাবার জন্য কিন্তু এরপর এদিন দুপুর ৩টা পর্যন্ত যোগাযোগ হলেও এরপর থেকে তার কোন খেঁাজ পাওয়া যাচ্ছেনা।
কারো কাছে তার কোনো তথ্য না পেয়ে সোমবার সকালে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী সামছুন নাহার। সেখানে তিনি বলেছেন, প্রতিদিনের মত রবিবার সকাল ৮টায় পাবনা শহরের বাসা থেকে সুজানগর অফিসে যাওয়ার জন্য রওনা করেন তার স্বামী। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। পরেআমার স্বামীর অফিসে খেঁাজ নিই এবং জানতে পারি যে তিনি রবিবার অফিসে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আমরা সম্ভাব্য সকল স্থানে অনেক খেঁাজাখুঁজি করি। কিন্তু কোথাও পাওয়া না গেলে থানায় এসে সাধারণ ডায়েরির আবেদন করলাম। সোমবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখেঁাজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মানিকহাট গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, জিডির আলোকে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, আটঘরিয়া উপজেলা থেকে ডেপুটেশনে গত মে মাসের ৪ তারিখ থেকে সুজানগরে কর্মরত রয়েছেন নিখেঁাজ তোফাজ্জেল হোসেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি তার সন্ধান পেতে আমরাও খেঁাজখবর নিচ্ছি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।