মহেশপুরে বি-না নোটি-শে বিচার-কাজ ব-ন্ধ, বিচার প্রার্থীরা দি-শেহারা

শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিনা নোটিশে গত ৪ দিন যাবত বিচারকাজ বন্ধ রেখে এজলাস সহ সব রুমে তালা মেরে রাখা হয়েছে।
এঘটনায় এলাকার শত শত বিচার প্রার্থী তাদের নির্দিষ্ট তারিখে আদালতে হাজিরা দিতে এসে দেখছে সব বন্ধ করে রাখা হয়েছে। যার কারণে তারা বিপাকে পড়েছে। গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা থেকে মিজানুর রহমান নামের এক সাব-ইনেস্পেক্টর উক্ত আদালতে মামলার স্বাক্ষী দিতে এসে নিরুপায হয়ে আবারও ঢাকাতে ফিরে যায়। এবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সহ অতি দ্রুত এর সমাধান চায় এলাকার বিচার প্রার্থীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *