September 15, 2025, 4:06 pm
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মাসকালাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ , কৃষি সম্প্রসারণ অফিসার সহ অন্যান্যরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মোট ৮০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে ৫ কেজি মাসকালাই ডালের বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার।
উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী জানান-উপজেলা কৃষি অধিদপ্তর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। উপজেলা কৃষি অধিদপ্তরের এমন মহতী কার্যক্রমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সাফল্য দিকে অগ্রসিত হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার আরও জানান, এবারের মৌসুমে মোট ৮০জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার এ ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রণোদনার এ উদ্যোগ কৃষকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং এই মৌসুমে সঠিকভাবে চাষাবাদে উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কৃষকরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।কৃষকের ভাগ্যোন্নয়নে সরকারের সিদ্ধান্তমোতাবেক উপজেলা প্রশাসন সবসময় সদর উপজেলাবাসীর পাশে থাকবে।