September 13, 2025, 10:12 pm
এম এ আলিম রিপন,সুজানগর : তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং তাদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সুজানগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার অনুষ্ঠিত এ খেলায় পৌর এলাকার মসজিদপাড়া সিনিয়র ফুটবল একাদশ ও জুনিয়র ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় দুই এক গোলে সিনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে জুনিয়র ফুটবল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি এ ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি নেতা মজিবর রহমান খান।জাতীয়তাবাদী কৃষক দল সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন, তরুণদের মোবাইল ও প্রযুক্তির নেশা থেকে বেরিয়ে আসতে হবে। মাঠে নামলে তারা শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করবে না, বরং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য খেলাধুলার বিকল্প নেই, কারণ এটি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উদ্বোধনী অনুষ্ঠানে পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, আরাফাত রহমান কোকো পরিষদের জেলা সদস্য সচিব সাজন, রকিবুল ইসলাম রকিব, উপজেলা কৃষক দলের সদস্য রজব আলী, জীবন, রুমান, মহিদুল ইসলাম মাখন ফকির, শফি মোল্লা, বুলু, মান্নান, ফরিদ,শাহিন শহিদ, মারুফ মিলন, শাওন,রুপম, সামী, বঁাধন, রুহান, সিমন, সাবিত, রাহাত, নিরব, আবির, চয়ন, নাসিম, আকিব, রাইম, আলামিন, শিমুল, হৃদয়, আসমান ও সিজান সহস্থানে বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন তুহিন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।