র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর প্রেস বিজ্ঞপ্তি

গত ০৭ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা তথ্য সংগ্রহের জন্য কামারখন্দ থানা এলাকায় যান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভেবে জনৈক ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে । এক পর্যায়ে তিনি বাড়ির পাশে বিলে ঝাঁপ দিলে ডুবে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্থানীয় অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ব্যাক্তির নাম মোঃ শাওন রেজা, পিতা- মোঃ নূরুল মন্ডল, গ্রামঃ শাহবাজপুর, থানাঃ কামারখন্দ, জেলাঃ সিরাজগঞ্জ। তার নামে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় মাদক মামলা রয়েছে এবং এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উক্ত বিষয়ে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় র‌্যাব সদস্যদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *