September 8, 2025, 8:43 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
তানোরে খাদ্য গুদাম প-রিদর্শনে স-ন্তোষ প্রকাশ সুজানগর মহিলা কলেজের সামনে আ-বর্জনার স্তূ-প, দুর্গ-দ্ধে অতি-ষ্ঠ শিক্ষার্থীরা পাইকগাছায় ইউএনও এসিল্যান্ডের নি-র্দেশনা উ-পেক্ষা করে নদীতে আবারও নেটপাটা দেওয়ার অ-ভিযোগ পাইকগাছায় দুর্নী-তি দম-ন কমিশনের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন গরু খাওয়ানোর নান্দের ভিতরে ৪৭টি রাসেল ভা-ইপারের বাচ্চা গোদাগাড়ীতে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জ-রিমানা ও ৬০ বস্তা সার উ-দ্ধার নড়াইলে ব্রাক অফিসের সামনে মোটরসাইকেল ও ট্রলির মু-খোমুখি সং-ঘর্ষ, কিশোর নিহ-ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর প্রেস বিজ্ঞপ্তি তারাগঞ্জে পুরাতন কষ্টিপাথরের মূর্তির’ ফাঁ-দে ফেলে প্র-তারণা: প্রতা-রক চক্রের ৪ সদস্য গ্রে-প্তার আশুলিয়ায় ফে-নসিডিলসহ দুই মা-দক কার-বারিকে আট-ক
ভারতের মু-খপোড়া হনুমান এখন গোদাগাড়ীর বিভিন্ন স্থানে ঘুরে বে-ড়াচ্ছে

ভারতের মু-খপোড়া হনুমান এখন গোদাগাড়ীর বিভিন্ন স্থানে ঘুরে বে-ড়াচ্ছে

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ গত এ সপ্তাহ থেকে একটি মুখপোড়া হুলমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান। এ হনুমানটি দেখার জন্য কৌতূহলী মানুষ ভিড় করছেন।

গত এক সপ্তাহ আগে হুলমানটি টিকে গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী, মাদারপুর, শিবসাগর, সিএন্ডবি, গড়ের মাঠ, সুলতানগঞ্জ, কামারপাড়া, সারাংপুর, আলীপুর এলাকায় মানুষের ছাুদে, টিনের উপর, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াল, বিভিন্ন গাছে দেখা গিয়েছে। খাবারের সন্ধানে সে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে বেড়াচ্ছে

আর রবিবার দুপুর সাড়ে সময় উপজেলার হরিন বিস্কা উচ্চ বিদ্যালয়ে প্রাচীরের উপরে বসে থাকতে দেখা যায়। মুখপোড়া হনুমানটি খুবই শান্ত স্বভাবের। অনেকেই হাত বাড়িয়ে কলা, রুটি, বিস্কুট খেতে দিচ্ছেন। লোকজনের আনাগোনা বেশি হলে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছে অন্যত্র। গত কয়েক দিন ধরেই উপজেলার পিরিজপুর, হরিন বিস্কা, ফরাদপুরসহ বিভিন্ন গ্রামে বাড়ির ছাদে, প্রাচীরে, গাছের ডালে হনুমানটি ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ হনুমানটির দৃষ্টি আর্কষণের জন্য নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রর্দশন করছে।

পৌরসভার মাদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান বলেন, ৫ দিন আগে আমাদের এলাকায় মুখপোড়া হুলমানটি আমরা দেখেছি। এটা বন্যার পানিতে ভারত থেকে ভেসে এসেছে অথবা সোনামসজিদ বন্দর দিয়ে পাথরের ট্রাকে উপর উঠে চলে এসেছে।
একই মন্তব্য করেন গোগ্রাম আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।

খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে উপজেলার বিভিন্ন প্রান্তে। খাদ্য সংকটের কারণে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা এলাকাবাসীর।

এ হনুমান দেখতে ভিড় করছে উৎসুক জনতা। শিশুরা কিছুটা ভয় পেলেও তাদের পিছু ছাড়ছে না। তবে কারও কোনো ধরনের ক্ষতি করছে না হনুমানটি।

মুখপোড়া হনুমান (ইংরেজি: Capped langur, Capped Monkey, Capped leafed monkey, Bonneted Langur) প্রাইমেট প্রজাতির একটি স্তন্যপায়ী প্রাণী। মূলত গাছের পাতা খেয়ে জীবনধারণ করে বলে এদের পাতা বানরও বলা হয়।[৩] এরা Cercopithecidae পরিবারের অন্তর্ভুক্ত এবং এর বৈজ্ঞানিক নাম Trachypithecus pileatus । বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, ভারত এবং মিয়ানমারে এদের দেখতে পাওয়া যায়। এদের প্রাকৃতিক আবাসস্থল হচ্ছে ক্রান্তিয় ও নিরক্ষীয় শুষ্ক বনভূমি। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন ও কৃষিক্ষেত্রের সম্প্রসারণের দরুন বনভূমির পরিমাণ হ্রাসের কারণে এদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। বর্তমানে পুরো বিশ্বে এরা বিপন্ন বলে বিবেচিত

প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, ‘মুখপোড়া হনুমানটি সম্ভবত দলছুট। এটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। বাংলাদেশে বিপন্ন তালিকায় স্থান পাওয়া প্রাণীদের একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী।’

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD