September 8, 2025, 12:14 am
সাব্বির হোসেন।
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর ধানেরহাট জামে মসজিদটি সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীন হওয়ার পথে।মসজিদটির মুসল্লীগণ জানান এ মসজিদে
১৯৯২ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ে বিভিন্ন প্রান্তর থেকে আশা মুসল্লীরা এ। কিন্তু নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় এ পর্যন্ত পর পর চারবার মসজিদটি স্থানান্তরিত করতে হয়েছে।বর্তমানে মসজিদটি একেবারে সন্ধ্যা নদীর কিনারায় এসে গেলে মুসল্লিরা শঙ্কায় রয়েছে। যেকোনো সময় এর স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ অবস্থায় মসজিদটি অতিদ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। নিম্মবিত্ত ও মধ্যবিত্ত’র গণবসতি এলাকার মসজিদটির ফান্ডে কোন টাকা না থাকায় তারা কোনো উপায় খুজে পাচ্ছে না।ইতোপূর্বে থেকেই ধানের হাট থেকে খাজনা তুলে, স্থানীয়দের অর্থে এবং সরকারি কিছু অনুদানে মসজিদটি ৪ বার স্থানান্তরিত করা হয়েছিল।কিন্তু নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় এখানকার অনেক বাসিন্দা বাড়ি ঘর নিয়ে অন্যত্র চলে গেছে যার কারণে অর্থাভাবে মসজিদটি চালাতেও এর কমিটির লোকজন হিমশিম খাচ্ছে।মুসল্লিগণ সরকারিভাবে কিছু আর্থিক অনুদান পাওয়ার কথা ব্যক্ত করেছেন।যাতে তারা মসজিদটি অন্যত্র সরিয়ে পূনঃনির্মান করে মুসলমানদের মূল ইবাদত নামাজ জামায়াতের সাথে আদায় করতে পারেন।পাশাপাশি তারা স্বচ্ছল ও বিত্তবান ইসলাম ধর্মপ্রাণ মানুষদের নিকট মসজিদটি পুনঃনির্মাণে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
মোঃ সাব্বির হোসেন