September 8, 2025, 6:15 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে একটি পুকুরের ধার থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় কেজি গঁাজা উদ্ধার করা হয়েছে। রবিবার(০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তঁাতিবন্দ ইউনিয়নের তঁাতিবন্দ বাজারের পাশের গঙ্গা সাগর নামক একটি পুকুরের ধার থেকে এসব গঁাজা উদ্ধার করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মজিবর রহমান। তঁাতিবন্দ ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী আনন্দ কুমার জানান, সে তঁাতিবন্দ বাজারের পাশের গঙ্গা সাগর নামক একটি পুকুরের ধার দিয়ে হেটে যাবার পথে পলিথিনে মোড়ানো একটি বস্তা দেখতে পাই এবং সেটি খুলে গঁাজা দেখতে পেয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।
সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মজিবর রহমান জানান, গঁাজা উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ঘটনায় কেউ আটক হননি। তবে, কে বা কারা ওই স্থানে এত পরিমাণ গঁাজা কি কারণে রেখেছে সেই বিষয়ে তদন্ত চলছে এবং এর প্রকৃত রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।