ময়মনসিংহের ১৩ উপজেলা নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্র-স্তুতিমূলক সভা

আরিফ রববানী ময়মনসিংহ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, ময়মনসিংহ জেলার ১৩ উপজেলা নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আগামী ১২ সেপ্টেম্বর ময়মনসিংহ সদর বনাম মুক্তাগাছা উপজেলা মধ্যকার ম্যাচ দিয়ে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

সভাপতি বক্তব্যে বলেন, আসন্ন এই টুর্নামেন্টেটি ময়মনসিংহ জেলার ভাবমূর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই টুর্নামেন্ট চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে সকলের লক্ষ্য রাখার আহ্বান জানান ‌।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন, জেলা ও উপজেলার ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *