September 8, 2025, 6:15 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আকন মো. আল মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি ভূমি অফিসের দক্ষিণ পাশে মামুন লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারের দমন-নিপীড়ন উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসময় বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের সভাপতি ইসাহাক আকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, তাঁতি দলের সভাপতি দেলোয়ার হোসেন, ওলামা দলের সভাপতি ফারুক, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন, যুবদল নেতা রাজু মৃধা, সেচ্ছাসেব দল নেতা মামুন প্রমুখ।###
তাং০৭-০৯-২০২৫ইং
মংচিন থান
০১৭১৬৩১৩১২৭