আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। এটি মানুষের কথা নয় বরং বিশ্বমানবতার জন্য আদর্শ হিসেবে স্বয়ং আল্লাহ তায়ালাই তাঁকে এ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিও আমাদের জন্য এক অনন্য অতুলনীয় আদর্শ।
শনিবার ( ৬সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া মডেল মাদ্রাসার আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর আসনের প্রার্থী, মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল ।
মাদ্রাসা সুপার ও সহকারী শিক্ষকদের সার্বিক এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মহানগর জামায়াতে অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর সভাপতি ও মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দাপুনিয়া ইউনিয়ন এর জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রাণী ওয়ালিউল্লাহ মুজাহিদ, দাপুনিয়া সাংগঠনিক থানার
আমীর ডা. দেলোয়ার হোসেন সেক্রেটারি শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা মাওলানা কামরুল আহসান এমরুল আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.)’র সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।
তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। তিনি তার বক্তব্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে “বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন উল্লেখ করে এ উপলক্ষ্যে তিনি ময়মনসিংহ সদর সহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন হযরত মোহাম্মদ সাঃ এর অমিত সাহস, ধৈর্য ও বিচক্ষণতা তখনকার মানুষকে যেমন বিমুগ্ধ করে, তেমনি অনাগত মানুষের জন্যও শান্তি প্রতিষ্ঠার আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপে প্রায় শতাধিক শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply