হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে রাষ্ট্রসংস্কারের প্রস্তাবনা তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিলেট বিভাগীয় সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট এম এ মোত্তালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
বক্তব্য রাখেন সংগঠনের গণমাধ্যম যোগাযোগ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা চৈতী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, ,
অনুষ্ঠানে শারমিন সুলতানা চৈতী বক্তব্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র শ্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার।”
বৈঠকে অংশগ্রহণ করেন জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply