চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমা-বেশ অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শলুয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

শলুয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোঃ দুরুল হুদা সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট-বাঘা-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চারঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মরিয়ম খানম, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলী, উপজেলা সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুফেল রানা।

উক্ত সমাবেশে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ মহিলাদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

সম্মানিত অতিথিবৃন্দ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি মহিলা সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং মহিলা সমাবেশের সার্বিক সাফাল্য কামনা করেন।

মোঃ মোজাম্মেল হক ০০৬
চারঘাট, রাজশাহী ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *