কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপরে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ এর উদ্যোগে কুমিল্লা জেলার কর্মরত সাংবাদিকের সাথে কান্দিড়পাড় গোল্ডেন স্পুনের সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাষ্ট্রের সংকট ও প্রচলিত ব্যবস্থার ত্রুটি উল্লেখ করে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট করেন।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. ওমর ফারুক। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. সাইফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী নেত্রী আসমা আক্তার এবং জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতি প্রমুখ।
আলোচনার শেষাংশে উপস্থিত বিভিন্ন অধ্যাপক, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও প্রথিতযশা সাংবাদিকেরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা বিষয়ে সুচিন্তিত মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।
Leave a Reply